NE UpdatesHappeningsBreaking News
ভিক্টর দাসকে শিক্ষকতার চাকরি থেকে সাসপেন্ড
ওয়েটুবরাক, 20 সেপ্টেম্বরঃ তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির পরীক্ষার মধ্যেই তিন থেকে আট লক্ষ টাকা নিযু্ক্তির জন্য আদায় করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ধৃত টেট শিক্ষক ভিক্টর দাসকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। শিক্ষামন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, 48 ঘণ্টার বেশি সময় পুলিশের হেফাজতে থাকার দরুন তাকে সরকারি বিধি মেনে পূর্ব পানিটেমার রাধাকৃষ্ণ যুগলমিলন এলপি স্কুলের শিক্ষক ভিক্টর দাসকে সাসপেন্ড করা হয়েছে। কোথায় তিনি কোচিং সেন্টারে পড়াতেন কি টিউশন করতেন, সরকার সে সব অভিযোগ দেখতে যায়নি বলেও জানান পেগু। বলেন, এ সংক্রান্ত এক গুজব রটেছে। আসলে এর কোনও ভিত্তি নেই।
মন্ত্রী জানান, এখন তদন্ত চলবে। তদন্তে দোষী কিনা এর বিচার হবে। এর পরই পরবর্তী সিদ্ধান্ত জানাবে সরকার।