Barak UpdatesHappeningsBreaking News

ভাষা নয়, সংস্কৃতিই একাত্ম করেছে ভারতীয়দের, বললেন জয়ন্ত মল্ল

ওয়েটুবরাক, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭-তম জন্মজয়ন্তী অসম সংখ্যালঘু কমিশন পরাক্রম দিবস হিসাবে পালন করে৷ এই উপলক্ষে শিলচর ও হাইলাকান্দিতে আয়োজিত দুই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া৷ তিনি দুই জায়গাতেই বলেন, ভাষা নয়, সংস্কৃতিতেই ভারতীয়রা একাত্মবোধ করে৷ আর সেই সংস্কৃতি হচ্ছে সনাতন সংস্কৃতি৷ তাই সনাতন সংস্কৃতি যারা পালন করেন, তারা কোন রাজ্যের বা কোন ভাষিক সম্প্রদায়ের মানুষ বিচার্য নয়৷

মোদি-পূর্ব ভারতে ইতিহাস ঠিকঠাক লেখা হয়নি বলে অভিযোগ করে বলেন, সে জন্য যেমন সনাতন সংস্কৃতির কথা লেখা হয়নি, তেমনি সুভাষচন্দ্রের আত্মত্যাগের কথাও যথার্থ ভাবে লিপিবদ্ধ হয়নি৷ মন্ত্রী সে জন্য বামপন্থী ইতিহাসবিদদের দোষারোপ করেন৷ জয়ন্ত মল্ল বলেন, নেতাজির আত্মত্যাগ উপযুক্ত মর্যাদা পেলেই এই পরাক্রম দিবস পালন সার্থক হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker