NE UpdatesHappeningsBreaking News
নেশামুক্তি কেন্দ্রে চরম অব্যবস্থা, সরেজমিনে দেখে ক্ষিপ্ত পীযূষ
ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : গুয়াহাটির নেশামুক্তি কেন্দ্রগুলির দুরবস্থা সরেজমিনে দেখলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী পীযূষ হাজরিকা। বেরিয়ে এসে নিজেই বলেন, ৩-৪ জনের থাকার ঘরে ১৫-১৬ জন রাখা হয়েছে। নেই উপযুক্ত কাউন্সেলিং বা চিকিৎসার ব্যবস্থা। ক্ষিপ্ত হয়েই মন্ত্রী বলেন, সুস্থ হওয়ার জন্য নয়, সেখানে আরও অসুস্থ হয়ে মানুষ মারা যাবে। তিনি গুয়াহাটির পিস ওয়েলনেস ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধমক দেন, গ্রেফতারেরও হুমকি দেন৷
তিনি শনিবার গুয়াহাটির সমস্ত নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষদের বৈঠকে ডেকেছেন। সেখানে নীতিনিয়ম চূড়ান্ত করা হবে বলে জানান মন্ত্রী হাজরিকা।