Barak UpdatesHappenings
ভার্চুয়াল আঙ্গিকে সম্পন্ন মহর্ষি বিদ্যামন্দিরের রজত জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠান
৩১ জুলাই: করোনা শঙ্কার মধ্যেই স্কুলের রজত জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান করল শিলচর মহর্ষি বিদ্যামন্দির। ৩১ জুলাই, শুক্রবার ভার্চুয়াল আঙ্গিকে হয় গোটা পর্ব। মুখ্য ভূমিকায় ছিলেন বিদ্যামন্দিরের অধ্যক্ষা শমিতা দত্ত। পরম্পরাগত গুরুপূজা, প্রদীপ প্রজ্জ্বলন থেকে শুরু করে ধারাবাহিক অনুষ্ঠানমালায় সাজানো ছিল পুরো আয়োজন।
পড়ুয়া সহ শিকক্ষ-অশিক্ষক কর্মচারীরা অংশ নেন। যে যার মতো করে নাচ, গান, কবিতা ও বক্তৃতা ইত্যাদির মাধ্যমে ও মহর্ষি শিক্ষণ সংস্থার প্রতিষ্ঠাতা মহর্ষি মহেশ যোগীর আদর্শে শিলচর মহর্ষির পথচলার ভাবনাকে তুলে ধরেন। ভিডিও উপস্থাপনার মধ্য দিয়ে রজত জয়ন্তী উপলক্ষে বছর ধরে চলা অনুষ্ঠানের মুহূর্তগুলো ভাগ করা হয় পড়ুয়াদের সঙ্গে। উল্লেখ্য ২০১৯-এর ১ আগস্ট উদ্বোধন হয়েছিল শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের রজত জয়ন্তী অনুষ্ঠানের। এবছরের জানুয়ারির মূল আয়োজনে শামিল ছিলেন মহর্ষি শিক্ষণ সংস্থার চেয়ারম্যান ব্রহ্মচারী গিরিশ সহ অন্যান্য বিশিষ্টজনেরাও।