India & World UpdatesHappeningsBreaking News
ভারি বৃষ্টি, প্রভাব পড়েছে শিলচর-সিলেট উৎসবে
ওয়েটুবরাক, ৭ অক্টোবর : ভারি বর্ষণের দরুন বাংলাদেশের সিলেটে বহু এলাকা জলমগ্ন। জলে পড়ে প্রাণ হারান কামরুল ইসলাম খোকন (৫০) নামে সিলেট প্লাজা মার্কেটের এক ব্যবসায়ী। তাঁর বাড়ি মেজরটিলার ইসলামপুরে। এই অতিবৃষ্টি সিলেটে আয়োজিত শিলচর-সিলেট উৎসবেও প্রভাব ফেলেছে৷ স্থানীয় মানুষের অনেকেই বাড়ি থেকে বেরোতে পারেননি৷ শিলচর সহ অসমের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা নিজেদের হোটেলেই আটকে থাকেন৷ আয়োজকদেরও মুশকিলে পড়তে হয়৷ বহু গাড়িচালকের বাড়িঘরে জল৷ অনেকের গাড়ি জলে ডুবেছে৷ কারও আবার জল পেরিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ নেই৷ শেষপর্যন্ত অবশ্য কম উপস্থিতিতে একটু দেরিতেই দ্বিতীয়দিনের কর্মসূচি শুরু হয়৷
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত নাগাড়ে বৃষ্টিপাত হয়। শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাতে সিলেট নগরের অর্ধেকেরও বেশি এলাকায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জল ঢুকে পড়েছে। চরম ভোগান্তিতে মানুষ। তবে সকাল দশটার পরে তেমন বর্ষণ হয়নি৷