Barak UpdatesHappeningsCulture
ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার ভাষা শহিদ দিবস পালন।
ওয়ে টু বরাক, ২০ মে : ১৯৬১ সালের উনিশে মে শিলচরে বাংলা ভাষার জন্য শহিদ হয়েছিলেন ১১জন ৷ প্রশাসনের বন্দুকের গুলিতে ঝরে গিয়েছিল ১১টি প্রাণ৷ ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখা বিশ্বাস করে, উনিশে মে শুধুমাত্র অতীত ইতিহাস নয়। ইতিহাসের চলমানতার সাক্ষ্য বহন করে চলেছে উনিশে মে। বরাক উপত্যকা সহ গোটা দেশের সমস্ত সংখ্যালঘু ভাষাগোষ্ঠীর সামনে বেঁচে থাকার ও অস্তিত্বের লড়াই উনিশে মে।
শুক্রবার ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে উনিশ স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা এ কথাগুলি বলেন। তারা আরও বলেন, সমাজের সাধারণ মানুষের কল্যাণ করাই ভারত বিকাশ পরিষদের মূল উদ্দেশ্য। উনিশ স্মরণে পরিষদের দক্ষিণ শিলচর শাখার সভাপতি ড. কিংশুক অধিকারী ও অন্যান্য সদস্যরা মাতৃভাষার জন্য ১১ জন শহিদের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান। ১৯ শে মে, আসাম বিশ্ববিদ্যালয়ে শহিদ মিনারের পাদদেশে মিলিত হন ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার সভাপতি ড. কিংশুক অধিকারী সহ পরিষদের সদস্য আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজিব মোহন পন্থ, অধ্যাপক অনুপ কুমার দে, ড. বরুণজ্যোতি চৌধুরী, ড. শুভদীপ রায় চৌধুরী, ড. সৌগত নাথ, ড. সৌমেন্দ্র ভট্টাচার্য এবং ড. বিশ্বরঞ্জন রায়।
তাঁরা শহিদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে একাদশ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, মাতৃভাষার অধিকার আজ স্বীকৃত সত্য, জাতিসত্তার সঙ্গে ভাষার অধিকার জড়িয়ে আছে। মাতৃভাষার অধিকার ও প্রয়োজনীয়তা বিবেচনা করে বর্তমান কেন্দ্র সরকারও নতুন শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষা প্রদানের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সহ সম্পাদক ড. বিশ্বরঞ্জন রায়। ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার সম্পাদিকা ডাঃ দর্শনা পাটোয়া, কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।