India & World UpdatesHappeningsBreaking News
ভারতের হিন্দু-মুসলমান একই উৎস থেকে এসেছেন, বললেন ভাগবত
ওয়েটুবরাক, ৫ জুলাই : হিন্দু মুসলিম নয়, ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়। কাল রবিবার এ কথা বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এক অনুষ্ঠানে তিনি জানিয়ে দেন, ‘‘যে বা যাঁরা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তাঁরাও হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে ভারতের হিন্দু, মুসলমান একই উৎস থেকে এসেছেন।’’
মোহন ভাগবত এই অনুষ্ঠানে আগাগোড়াই সাম্প্রদায়িক ঐক্যের কথা বলেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘গরু একটি পবিত্র প্রাণী। কিন্তু গো-রক্ষার কারণে যাঁরা গণরোষ তৈরি করে অন্যকে আক্রমণ করছেন, তাঁরা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন। আইন আইনের পথেই চলবে।’’ মুসলিমদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘মুসলিমরা ভারতে বিপদে আছেন, এই বক্তব্যের মধ্যে যে ফাঁদ তৈরি করা হচ্ছে, তাতে ভারতীয় মুসলিমরা পা দেবেন না।’’