India & World UpdatesHappeningsBreaking News
ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাল ইউনুস সরকার
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর: আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ নিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হল। বিকাল ৪টার আগেই ঢাকায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে পৌঁছে যান ভারতীয় হাই কমিশনার। কার্যকরী বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখার ছক কষেছে বাংলাদেশ। একমাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন-মামলার শুনানি। আগামী বছরের ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণের জামিন-মামলার শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনও আইনজীবী লড়তে পারলেন না তাঁর হয়ে। সোমবার রাতে চিন্ময়কৃষ্ণের আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয়। গুরুতর জখম ওই আইনজীবী আইসিইউতে ভর্তি রয়েছেন। প্রাণভয়ে চিন্ময়কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি ৫০ জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে। আতঙ্কে আত্মগোপন করেছেন তাঁরা।