Barak UpdatesHappenings
ভারতীয় শিক্ষণ মণ্ডলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : ভারতীয় শিক্ষণ মণ্ডল কাছাড় জেলা সমিতির উদ্যোগে বুধবার স্থানীয় সংঘ কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠান শুরু হয় জেলা সমিতির সভাপতি অভিজিৎ সাহার সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে। এ দিনের অনুষ্ঠানে বৌদ্ধিক ভাষণ প্রদান করেন ধর্ম জাগরণ সমন্বয় প্রমুখ অসিত চক্রবর্তী। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অনেক তথ্য সমন্বয়ে মাতৃভাষার সুরক্ষার প্রয়োজনীয়তা, ভাষার সঙ্গে জাতি,সংস্কৃতি, অর্থনীতি ও দেশের সুরক্ষা এবং প্রগতির সম্পর্কের উল্লেখ করেন। মাতৃভাষাকে ভালোবাসার সাথে সাথে অন্য ভাষাকেও শেখা ও শ্রদ্ধা জানাতে হবে বলে উল্লেখ করেন তিনি।
ভারতীয় শিক্ষণ মণ্ডলের দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি প্রফেসর নিরঞ্জন রায় ভাষার সঙ্গে দেশের জিডিপি পারস্পরিক ধনাত্মক সম্পর্কের কথা উল্লেখ করেন । তিনি বলেন, উন্নত দেশগুলিতে ছাত্রছাত্রীরা নিজের ভাষায় গবেষণা পর্যন্ত করতে পারে। প্রফেসর নিরঞ্জন রায় আশা প্রকাশ করে বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রবর্তন হলে ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণি পর্যন্ত নিজের মাতৃভাষায় পড়ার সুযোগ পাবে এবং উচ্চ শিক্ষায়ও মাতৃভাষা প্রচলন হবে। সবশেষে শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।