India & World UpdatesBreaking News
১০০০ শয্যার করোনা হাসপাতাল হচ্ছে ওডিশায়Odisha govt to set up 1000 bed COVID-19 hospital
২৬ মার্চ : করোনা মোকাবিলায় দেশের সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে ওডিশায়। এক হাজার শয্যার ব্যবস্থা থাকবে এতে। বৃহস্পতিবার এ কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি জানান, দু’সপ্তাহের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে হাসপাতালের। এই মুহূর্তে করোনা প্রতিরোধে লড়াই চালিয়ে যেতে এমন পরিকাঠামোর গুরুত্ব সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। ফলে, এমন হাসপাতাল যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে জরুরি হয়ে পড়েছে, তাও বলার অপেক্ষা রাখে না।
ইতিমধ্যে দেশের ১৭টি রাজ্যে করোনা চিকিৎসা পরিষেবা দিতে হাসপাতাল করার ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক। প্রসঙ্গত, এ পর্যন্ত গোটা দেশে সাতশ’র বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪৫। এই মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ১৬ জন।
এদিকে, করোনা সংক্রমণে লাগাম টানতে পর্যায়ক্রমে জনতা কার্ফু, লকডাউন, আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবারে উজ্জ্বলা গ্রাহকদের জন্য বিনামূল্যে তিনমাস রান্নার গ্যাস সরবরাহ করারও সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে।