NE UpdatesAnalyticsBreaking News
বড়মাপের গৃহপ্রবেশ ! আগস্টের মধ্যে রাজ্যে আড়াই লক্ষ পিএমএওয়াই
গুয়াহাটি, ২৭ মে ঃ চাকরির নিয়োগপত্র বিতরণ পর্ব শেষে এ বার সারা রাজ্যজুড়ে বড় ধরনের গৃহপ্রবেশ অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন জনগণ। আগামী আগস্ট মাসের মধ্যে রাজ্য সরকার আড়াই লক্ষের বেশি পিএমএওয়াই ঘরে একসঙ্গে গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ পর্যন্ত আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর রূপায়নের খতিয়ান তুলে ধরে এ কথা ঘোষণা করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হচ্ছে সরকারের গ্রাম্য কল্যাণমুখী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। এই প্রকল্পের আওতায় রাজ্যের ১৯ লক্ষের বেশি সুবিধাপ্রাপককে নিয়ে আসা হয়েছে। ‘সবার জন্য আবাস’ এই লক্ষকে সামনে রেখে রাজ্য সরকার ১৮ লক্ষ ৩০ হাজার ৪০০টি পিএমএওয়াই ঘর অনুমোদন জানিয়েছে। এর মধ্যে ১১ লক্ষ ৬৩ হাজার ৪৭১টি ঘরের কাজ শেষ হয়ে গিয়েছে। মন্ত্রী জানান, বাকি থাকা ঘর চলতি বছরের ১৫ আগস্টের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।