Barak UpdatesHappeningsBreaking News
ব্লাড ব্যাঙ্ক নিয়ে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করল ডিওয়াইএফআই
ওয়েটুবরাক, ১১ জানুয়ারি : দীর্ঘদিন ধরে চলে আসা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকের অচলাবস্থার অবসানের দাবিতে সরব হলো ডিওয়াইএফআই৷ গত মাস দুয়েক আগেও ডিওয়াইএফআই-এর কাছাড় জেলা কমিটি ব্লাড ব্যাংকগুলোতে রক্তদাতাদের অহেতুক হেনস্তা করা, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার নামে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, ২৪ ঘন্টা ব্লাড ব্যাংক খোলা রাখার পরিবর্তে সন্ধ্যা ছয়টায় বন্ধ করে দেওয়া ইত্যাদির বিরুদ্ধে আসামের স্বাস্থ্যমন্ত্রীকে এক স্মারকপত্র প্রেরণ করেছিল৷ কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তাই মঙ্গলবার আবার ডিওয়াইএফআই-এর এক প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লির সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করেছে।
অতিসত্বর রক্তদান প্রক্রিয়া সহজ করা এবং ২৪ ঘন্টা ব্লাড ব্যাংক খোলা রাখা ইত্যাদি দাবি পূরণ না হলে গণতান্ত্রিক আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানিয়েছেন তাঁরা। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক দেবজিৎ গুপ্ত, সভাপতি পাবলভ লস্কর, শিলচর লোক্যাল কমিটির সম্পাদক সারস্বত মালাকার, রাজেশ সরকার, টিংকু লস্কর প্রমুখ।