India & World UpdatesHappeningsBreaking News
ব্যাঙ্গালুরুতে শুরু হলো সর্বভারতীয় সিলেটি ফোরামের ‘সাহায্যের হাত’
ওয়েটুবরাক, ৩১ মে : আন্তর্জাতিক সংস্থা ‘সর্বভারতীয় সিলেটি ফোরামের’ সমাজসেবামূলক শাখা ‘সাহায্যের হাত’ সুদূর ব্যাঙ্গালোরেও সমাজসেবামূলক কাজে নিজেদের জড়িয়ে নিল। ইতিমধ্যে তাদের শিলচর এবং গুয়াহাটি শাখা বেশ কাজ করে অল্প দিনেই সকলের প্রশংসা ও সুনাম কুড়িয়ে নিতে সক্ষম হয়েছে। গত রবিবার ব্যাঙ্গালোরের কয়েকজন উদ্যমী সিলেটি সদস্য /সদস্যা মিলে নিজেদের শহরে এই যাত্রা শুরু করলেন। ব্যাঙ্গালোর শাখার পক্ষ থেকে সুদীপ্তা ঘোষ, মৈনাক সেন, রেশমী ধর, অমিত নাথ, সঞ্জীব ধর, আয়ূসী বিশ্বাস, শিম্পি দাস, মনোতোষ পাল এবং রত্নদীপ দাশ শহরের শিবাজীনগর এলাকার একটি অনাথ আশ্রমে গিয়ে পঞ্চাশটি শিশুর জন্য কিছু নতুন-পুরনো কাপড়, খাদ্যসামগ্রী ও সান্ধ্যকালীন জলখাবার নিয়ে যান।
সংস্থার পক্ষ থেকে সুদীপ্তা ঘোষ জানান, ভবিষ্যতে এই সংস্থা আরও অনেক বড় বড় কাজ হাতে নিতে আগ্রহী। তাদের ঐকান্তিক ইচ্ছে ও চেষ্টা থাকবে ব্যাঙ্গালোরে কোনও একটি বড় হাসপাতালের কাছাকাছি সুলভ মূল্যে একটি অতিথিশালা নির্মাণ করার, যাতে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকা থেকে রোগী নিয়ে এসে মানুষজন খুব নিরাপদে ও কম খরচে থাকতে পারেন।