Barak UpdatesHappeningsBreaking News
বর্ষার আগেই শেষ হবে বেতুকান্দির বাঁধের কাজ : মন্ত্রী বরা
ওয়ে টু বরাক, ৮ মার্চ : শিলচরের বহু বিতর্কিত বেতুকান্দির নদী বাঁধের কাজ দ্রুতগতিতে চলছে। বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই বেতুকান্দির নদী বাঁধের কাজ ও ভাঙন প্রতিরোধের কাজ সম্পূর্ণ হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার বেতুকান্দির নদীবাঁধ ও ভাঙন, বাদ্রীপারের ভাঙন এবং গণিরগ্রামের নদীবাধ ভাঙন প্রতিরোধের কাজের অগ্রগতির পর্যালোচনা করে এই মন্তব্য করেন রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা।
বেতুকান্দির বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে নয় কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এই নয় কিলোমিটার কাজের প্রতি তিন কিলোমিটার এলাকায় একটি ক্যাম্প তৈরি করে কাজটি দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য জলসম্পদ বিভাগ এবং জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিমল বরা।
এদিকে বেতুকান্দির নদীবাঁধ নির্মাণের জন্য বহু লোকের ঘরবাড়ি উচ্ছেদ করার প্রসঙ্গে মন্ত্রী বিমল বরার মন্তব্য, বেতুকান্দি এলাকায় সরকারের পক্ষ থেকে কোনও উচ্ছেদ অভিযান চালানো হয়নি। স্থানীয় জনগণ স্বইচ্ছায় জমি হস্তান্তর করেছেন। তাই তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না।