Barak UpdatesHappeningsBreaking News
আলো-শব্দের দিশারী, সাংস্কৃতিক কর্মী রণ্টু বাগচি প্রয়াত
ওয়ে টু বরাক, ২৯ এপ্রিল : মঞ্চের সেই আলো-শব্দের কারিগর রন্টু বাগচি না ফেরার দেশে পাড়ি দিলেন। শনিবার ভোর ৪টায় প্রখ্যাত সমাজ ও সাংস্কৃতিক কর্মী সুনির্মল বাগচি ওরফে রন্টু বাগচি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানান চিকিৎসকরা। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালে ছুটে যান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ভোর ৪টা নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পেশায় ঠিকাদার রন্টু বাগচি একজন ব্যবসায়ী ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি নাট্যক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন। তিনি অনেক পুরস্কার বিজয়ী নাটকের আলোকসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অম্বিকাপট্টির বাসিন্দা রন্টু বাগচি স্ত্রী, দুই ছেলে এবং এক পুত্রবধূ নিয়ে থাকতেন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃতদেহ বঙ্গভবনে নিয়ে আসা হলে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন৷