Barak UpdatesCultureBreaking News
ব্যতিক্রমী বিজয়া শুকতারার, রুকনি বাগানে কচিকাঁচাদের মধ্যাহ্নভোজন
৮ নভেম্বর: অতিমারি করোনার প্রভাবে আমাদের সকলের জীবনযাত্রাতে বেশ কিছু পরিবর্তন আসতে বাধ্য হয়েছে। এমনকি বদলে গেছে আমাদের উৎসব উদযাপনের ধরনও। করোনা পরবর্তী নিউ- নরমাল বা নতুন বাস্তবের সাথে মানিয়ে নিয়ে শিলচরের শুকতারা আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবছর তাদের বিজয়া সম্মেলন একটু অন্য ভাবে উদযাপন করলো। উৎসব শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে শুকতারা চেষ্টা করল তা কিছু প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে।
8 নভেম্বর অর্থাৎ রবিবার শুকতারার সদস্যরা নরসিংপুর ব্লকের রুকনি চা -বাগানের কচি-কাঁচাদের মধ্যে মধ্যাহ্নভোজন বিতরণ করে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলেন।
এদিন শুকতারা এনজিও’র পক্ষ থেকে চা -বাগানের দেড় শতাধিক শিশুর মধ্যে মধ্যাহ্নভোজন বিতরণ করা হয়। এতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শৈবাল শোভন দেব, সাধারণ সম্পাদক পরমা ব্যানার্জি, মনোজিৎ ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, পরমব্রত ব্যানার্জি, মানব দেব, আলিমুদ্দীন বড়ভূঁইয়া সহ অন্যান্যরা।
শুকতারা আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার এই ব্যতিক্রমী বিজয়া উদযাপনে স্থানীয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন গৌরব রায়, ঋষভ রায়, রুপম কালিন্দ্রী, প্রবীর কালিন্দ্রী, চন্দন রবিদাস সহ স্থানীয় অন্যান্য যুবকরা। এদিনের অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছেন মনোজিৎ ভট্টাচার্য।
শুকতারা এনজিও’র এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য রুকণি চা-বাগানের বাসিন্দারা সন্তোষ ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এই সংস্থা এই ধরনের আরও অনুষ্ঠান করবে বলে তারা আশা প্রকাশ করেন। শুকতারার সভাপতি-সম্পাদক জানিয়েছেন, আগামী দিনেও তাঁরা সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবেন।