NE UpdatesHappeningsBreaking News
বেগমজান: নিষেধাজ্ঞা খারিজ করল আদালত
৪ সেপ্টেম্বর: ‘বেগমজান’ ধারাবাহিক বন্ধ করার নিষেধাজ্ঞা খারিজ করল গুয়াহাটি হাইকোর্ট। এই ধারাবাহিকে হিন্দু মেয়ের মুসলিম যুবকের সঙ্গে পালানোর ঘটনায় ‘লাভ জেহাদ’ উস্কে দেওয়ার অভিযোগ ছিল হিন্দুত্ববাদীদের৷ গুয়াহাটি পুলিশ কমিশনারিয়েট এর পরই মনিটরিং কমিটি গড়ে। কমিটির সুপারিশক্রমে পুলিশ ২ মাসের জন্য ধারাবাহিক প্রদর্শন নিষিদ্ধ করেছিল৷ শো-কজ নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল, কেন নিষিদ্ধ করা হবে না বেগমজান?
পাল্টা মামলা করে প্রযোজক ও চ্যানেল। তাদের দাবি ছিল, প্রথমত ধারাবাহিকে সম্প্রীতি ও মানবিকতার কথা তুলে ধরা হয়েছে। এর সঙ্গে লাভ জেহাদের সম্পর্ক নেই। দ্বিতীয়ত, ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশনস অ্যাক্ট-১৯৬৫’- এর অধীনে সিরিয়াল সম্প্রচার বন্ধ রাখা হয়। কিন্তু ধারাবাহিকটি স্যাটেলাইট চ্যানেলে দেখানো হচ্ছিল, কেবলে নয়|
বিচারপতি সুমন শ্যাম জানান, চ্যানেল ফের ধারাবাহিকের সম্প্রচার শুরু করতে পারে। তবে তিনি এও বলে দেন, যদি ধারাবাহিকে কোনও ধরণের সাম্প্রদায়িক বিষয়, প্ররোচনামূলক বিষয়, সকলের পক্ষে আপত্তিজনক বিষয়, ধর্মীয় আবেগে আঘাতকারী বিষয় থেকে থাকে- তা মুছে দিতে হবে।