Barak UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার হাইলাকান্দিতে পিএমইজিপি ঋণ সচেতনতা
ওয়েটুবরাক, ৬সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (পিএমইজিপি) সম্পর্কে জেলাজুড়ে সচেতনতা অভিযান বাড়ানোর কার্যসূচি অনুসারে প্রথম সভাটি বৃহস্পতিবার হাইলাকান্দি শহরে অনুষ্ঠিত হবে। শহরের রবীন্দ্রভবনে বেলা ১২ টায় প্রথম সভাটি অনুষ্ঠিত হচ্ছে। পিএমইজিপি ঋণ সম্পর্কে নিয়োগ প্রার্থীদের বিশদ জানাতে এই সভার আয়োজন করা হয়েছে। এতে বিভাগীয় আধিকারিকরা পিএমইজিপি ঋণ নেওয়ার প্রক্রিয়া এবং ঋণের দরখাস্ত দাখিল ইত্যাদি সম্পর্কে স্বনির্ভর প্রার্থীদেরকে অবহিত করবেন ।
উল্লেখ্য, পিএমইজিপি হল নির্মাণ ও পরিষেবা ক্ষেত্রে স্বনির্ভর হতে ইচ্ছুক নিয়োগ প্রার্থীদের জন্য ভর্তুকিযুক্ত ক্রেডিট লিংক কর্মসূচি। এতে ভালো শিল্প উদ্যোগের প্রস্তাব হলে জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র থেকে সীমাহীন ঋণ নিয়ে স্বনির্ভর হওয়ার সংস্থান রয়েছে। বৃহস্পতিবার ওই সভায় স্বনির্ভর ক্ষেত্রে ঋণপ্রদানকারী বিভিন্ন সরকারি বিভাগ এবং ব্যাংক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।