Barak Updates

সিদ্ধান্ত বদল, ত্রিপুরার ব্রু শিবিরে ত্রাণ ৩১ মার্চ পর্যন্ত

১৭ জানুয়ারি : শেষমেশ পিছু হটল কেন্দ্র সরকার। ত্রিপুরায় থাকা ব্রু শরণার্থী শিবিরে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে ত্রাণ দেবে সরকার। ক’দিন আগে কাঞ্চনপুরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অভেদানন্দ বৈদ্য জানিয়েছিলেন, ১৬ জানুয়ারি থেকে ব্রু শরণার্থী শিবিরগুলোতে রেশন সরবরাহ না করতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে। ১৫ জানুয়ারি পর্যন্ত এই শিবিরগুলোতে রেশন সরবরাহ করার কথা ছিল। কিন্তু কেন্দ্রের নতুন নির্দেশে ত্রাণ বিতরণ আরও আড়াই মাস বেড়ে গেল। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে কেন্দ্রের সচিব এন আর মিন্স রাজ্যের মুখ্য সচিবকে এক চিঠি দিয়ে জানান, আগামী ৩১ মার্চ পর্যন্ত শরণার্থীদের রেশন সরবরাহ করা হবে।

১৯৯৭ সাল থেকে মিজোরামে সংঘাতের জেরে ব্রু শরণার্থীরা পালিয়ে ত্রিপুরায় এসেছিল। তখন থেকেই উত্তর ত্রিপুরার ৬টি শরণার্থী শিবিরে রয়েছে তারা। গত বছর এই শরণার্থীদের মিজোরামে ফিরে যাওয়ার ব্যাপারে কেন্দ্র সরকার, ত্রিপুরা ও মিজোরাম সরকার এবং ব্রু জনগোষ্ঠীর প্রতিনিধি সংগঠন মিজোরাম ব্রু ডিসপ্লেসড পিপল ফোরামের মধ্যে এক চুক্তি হয়। এই যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ব্রু শরণার্থীরা ২৫ সেপ্টেম্বরের মধ্যে মিজোরামে ফিরে যাওয়ার কথা। গত বছরের নভেম্বরে মিজোরামে রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সরকার বলেছে, চূড়ান্ত সীমা পেরিয়ে যাওয়ার পর শিবিরে সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এ ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া সফল হয়নি। প্রায় দু’দশক ধরেই এ ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত ছিল।

ত্রিপুরার পানিসাগর ও কাঞ্চনপুরের ৬টি শরণার্থী শিবিরে বর্তমানে ৩২ হাজার ব্রু শরণার্থী রয়েছেন। গত ২৫ আগস্ট থেকে কেন্দ্র এই শরণার্থীদের মিজোরামে ফিরিয়ে নেবার প্রক্রিয়া শুরু করে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই প্রত্যর্পণ প্রক্রিয়ায় মাত্র ১৫০ জন শরণার্থীই মিজোরামে ফিরে গেছেন। বাকি ৩২ হাজার শরণার্থী এখনও শিবিরে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker