Barak UpdatesHappeningsBreaking News
বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে শিলচর কলেজ অব এডুকেশনে অমৃত মহোৎসব পালন
ওয়েটুবরাক, ১০ আগস্ট : স্বাধীনতার ৭৫ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে শিলচর কলেজ অব এডুকেশন। “আজাদি কি অমৃত মহোৎসব” উদযাপনের অঙ্গ হিসেবে প্রশিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার কলেজ সৌন্দর্যায়ন করা হয়৷ শিক্ষক-প্রশিক্ষার্থীদের যৌথ উদ্যোগে একই দিনে বৃক্ষরোপণ উৎসবেরও আয়োজন করা হয়। রবি ঠাকুরের “মরু বিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ” গানটি উদাত্ত গলায় গাইতে গাইতে সবাই গাছ লাগানোর উত্সবে মেতে ওঠেন। প্রায় ৩০ টি গাছ এদিন কলেজের চারপাশে লাগানো হয় । এদিনের উৎসবে পৌরহিত্য করেন কলেজের অধ্যক্ষা ডঃ মৌমিতা পাল।