Barak UpdatesHappeningsBreaking News
নিজেদের বাড়িতে গাছ লাগিয়ে নতুন রোটারি-বর্ষ শুরু করল গ্রিনল্যান্ড
ওয়েটুবরাক, ২০ জুলাই ঃ বৃক্ষরোপণ করে নতুন রোটারি বর্ষের কার্যক্রম শুরু করল রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর। আর এই বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে রোটারিয়ানদের নিজেদের বাড়ি থেকে। মাদার আর্থ নিডস আস। পৃথ্বি মায়ের আমাদের খুব প্রয়োজন—-এই ভাবনাকে সামনে রেখেই রোটারিয়ানরা নিজেদের বাড়িঘরে গাছ লাগান। এই কর্মসূচিতে অংশ নেন ক্লাব সভাপতি মুকেশ বাগারিয়া, প্রসেনজিত দাস, বিশ্বজিত বণিক, সৌরভ চক্রবর্তী, নবীন গুলগুলিয়া প্রমুখ। তাঁদের কথায়, প্রত্যেক রোটারিয়ানের কর্তব্য পরিবেশ সুরক্ষার আন্দোলনে নিজেদের জড়িত করা। বর্তমান রোটারি ৩২৪০ ডিস্ট্রিক্ট গভর্নর ডা. মোহন শ্যাম কোঁয়রও বৃক্ষরোপণেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তাঁরা আশাবাদী, বাড়ি বাড়ি গাছ লাগানোর পরিকল্পনাই সবুজায়নে বিশেষ ভূমিকা নেবে।