Barak UpdatesHappeningsBreaking News
বুধবার শিলচর জনসংযোগ কার্যালয়ে কালিকাপ্রসাদের জন্মদিন উদযাপন
ওযেটুবরাক, ১০ সেপ্টেম্বরঃ এবারও লোকসঙ্গীতের শিল্পী ও গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিন সরকারি পর্যায়ে লোকসংহতি দিবস হিসেবে পালন করা হবে। আগামী বুধবার জন্মদিবসে বরাক উপত্যকার তিন জেলাতেই সরকারি লাউড স্পিকারে কালিকাপ্রসাদের গান বাজানো হবে। বেলা বারোটায় শিলচরের জনসংযোগ কার্যালয়ে (সার্কিট হাউসের বিপরীতে) আয়োজন করা হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের। এই অঞ্চলের লোকসঙ্গীত শিল্পীরা সেখানে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীতানুষ্ঠান করবেন, হবে সংক্ষিপ্ত আলোচনাও।
প্রসঙ্গত, ১৯৭০ সালের ১১ সেপ্টেম্বর তারিখে এই শহরেরই সেন্ট্রাল রোডে জন্ম কালিকাপ্রসাদের। স্কুল-কলেজে পড়াশোনা কি সাংস্কৃতিক চেতনাবোধের সূচনা সবই এই শহরে। লোকসঙ্গীতে তাঁর যত চর্চা বাড়ছিল, ততই তিনি বাংলার পল্লীগান, লোকায়ত গানগুলিকে ধরে রাখতে প্রয়াসী হন। লোকগান গেয়েই তিনি দেশে-বিদেশে ঘুরে বেড়ান। বিভিন্ন অঞ্চলে গিয়ে খুঁজে খুঁজে বহু লোকসুরকে তিনি সর্বসমক্ষে নিয়ে আসেন। বিভিন্ন ভাষার লোকগান নিয়ে কাজ করেছেন কালিকাপ্রসাদ। বেশ কয়েকটি ছায়াছবিতেও কণ্ঠ দিয়েছেন।