Barak UpdatesCultureBreaking News
বুধবার রূপমের কৃতী ছাত্র সংবর্ধনা
![](https://way2barak.com/wp-content/uploads/2019/06/images-1-3.jpeg)
১১ জুন : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিলচরের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিচ্ছে রূপম। ১২ জুন বুধবার গোলদিঘি শপিং মলের বাতায়নের সামনে হবে অনুষ্ঠান। শুরু হবে সন্ধ্যেয় সাড়ে ছটায়। এতে মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীদের সম্মান দেবে সংস্থা।
পাশাপাশি রূপম পরিবারের ছেলেমেয়েদের মধ্যে যারা কৃতিত্ব দেখিয়েছে তাদের সম্মান জানানো হবে। প্রসঙ্গত, শিলচরের এই সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা প্রতিবছরই মেধাবীদের বাড়তি উৎসাহ দিতে এমন আয়োজন করে থাকে।