Barak UpdatesHappeningsBreaking News
বুধবার বরাক সফরে আসছেন মন্ত্রী পীযূষ হাজরিকা
ওয়েটুবরাক, ১৯ জুলাই: জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা তিন দিনের বরাক সফরে বুধবার শিলচর আসছেন৷ সফরকালে মন্ত্রী হাজরিকা কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা পরিদর্শন করবেন এবং তিন জেলার বন্যা কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। শুক্রবার তাঁর গুয়াহাটির উদ্দেশে ফিরে যাবার কর্মসূচি।
জনসংযোগ দফতরের শিলচর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গিয়েছে, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা বুধবার সকাল সাতটায় শিলঙ থেকে শিলচরের উদ্দেশে রওয়ানা হবেন৷ বেলা একটায় তিনি গুমড়া পৌঁছে চলে যাবেন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পিননগরে৷ সেখানে তিনি বলেশ্বর ও ফুসকানের স্লুইসগেট পরিদর্শন করবেন৷
শিলচর সার্কিট হাউসে আসবেন বিকাল সাড়ে তিনটায়৷ খাওয়াদাওয়া সেরে আধঘণ্টার মধ্যে বেরিয়ে পড়বেন বেতুকান্দির উদ্দেশে৷ একে একে ঘুরে দেখবেন বেতুকান্দি, বাদ্রিঘাট ও বেরেঙ্গায় নির্মীয়মান রিং বাঁধের কাজকর্ম৷ সন্ধ্যা ছয়টায় তিনি করিমগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন৷ রাত কাটাবেন সীমান্ত শহরে৷ বৃহস্পতিবার মন্ত্রী হাজরিকা করিমগঞ্জ ও পরে হাইলাকান্দিতে বিভাগীয় কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করবেন৷
শনিবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে পীযূষের কর্মসূচি৷ উত্তর কৃষ্ণপুর, গোঁসাইপুর, দেবপাড়া, গঙ্গাপুর, রাজারগ্রাম, জিরিঘাট হয়ে মন্ত্রী আসবেন লক্ষীপুরে৷ সেখানে দুপুরের আহার গ্রহণ করে বিকাল তিনটায় তিনি গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হবেন৷