NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বুধবার থেকে কাছাড়ে আসাম বাঁচাও বাসযাত্রা
১৫ ফেব্রুয়ারিঃ রাজ্য জুড়ে আসাম বাঁচাও বাসযাত্রা করছে কংগ্রেস। কাছাড় জেলায় এর সূচনা ঘটবে আগামী বুধবার। বেলা সাড়ে দশটায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে বিশেষ বাস আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে। সোমবার শিলচরে সাংবাদিকদের এ কথা জানান কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, এটি কোনও মিছিল বা সমাবেশ নয়, এমনকি বাসে শুধুই ঘুরে বেড়ানোও নয়। দলীয় নেতৃবৃন্দ স্থানে স্থানে যাবেন, মানুষের জটলা দেখলেই বাস থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলবেন। সাধারণ জনতার সুখদুঃখের কথা জানতে চাইবেন। এর মধ্য থেকে নির্বাচনী ইস্তাহারের রসদ বেরিয়ে আসবে। কংগ্রেস আগে থেকেই জানিয়ে দিয়েছিল, সাধারণ জনতার সঙ্গে কথা বলেই এ বার ইস্তাহার তৈরি হবে।
সুস্মিতা জানান, উপত্যকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে যাবে এই বাস। কোথাও মানুষের জটলা দেখলেই নেমে গিয়ে কথা বলবেন তাঁরা। প্রথম দিনে বাসটি শিলচর শহরে ঘুরে ধলাইয়ে যাবে। পরদিন সোনাই ও লক্ষীপুরে। ৮-১০ দিনে বরাকের প্রতিটি বিধানসভা কেন্দ্র ঘুরে এই বাস যাবে ডিমা হাসাও এবং কার্বি আংলঙে৷
এ দিন শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সুস্মিতা দেব বলেন, গত পনেরোদিনে এলপিজির দাম বেড়েছে ৭৫ টাকা। বেকারত্ব তীব্র চেহারা নিয়েছে। শিলচর বাইপাস, বাদ্রী সেতু নির্মাণ অসমাপ্ত রয়ে গিয়েছে। মিনি সচিবালয় কংগ্রেস আমলেরই পরিকল্পনা। সে সময় শহরের ওপর জায়গা দেখাও চূ়ড়ান্ত হয়ে গিয়েছিল। বিজেপি পাঁচ বছরে পাচিল তৈরির বাইরে কিছুই করতে পারল না। এই সবই বাস থেকে নেমে জনগণকে বোঝানো হবে। প্রাক্তন সাংসদের প্রশ্ন, মিনি সচিবালয় যদি অস্থায়ী দালানেই শুরু করতে হয়, তাহলে আগেই কেন শুরু করা হল না? ২৪ ঘণ্টা বিদ্যুৎ, কাগজ কল চালুর কথা কী হল, সে সব প্রশ্নও উসকে দেওয়া হবে। তাঁর আশা, এই অসম বাঁচাও বাসযাত্রায় সাংসদ গৌরব গগৈ একদিন বরাকের কোথাও অংশ নেবেন। আসার কথা রয়েছে রাহুল গান্ধী বা প্রিয়ঙ্কা গান্ধীরও।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক এনামুল হক, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে, মিডিয়া সেলের সভাপতি পার্থরঞ্জন চক্রবর্তী, মুখপাত্র জ্যোতিরিন্দ্র দে-ও নিজেদের মতামত প্রকাশ করেন।