NE UpdatesAnalyticsBreaking News
Strict action contemplated by Education Deptt. for students participating in anti-CAB movement
পড়ুয়ারা ক্যাব বিরোধী আন্দোলনে গেলেই কড়া ব্যবস্থা, নির্দেশ শিক্ষা বিভাগের

৭ ডিসেম্বর : ক্যাব বিরোধী আন্দোলন দমাতে এ বার নতুন পন্থা নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা বিভাগের পক্ষ থেকে এক নির্দেশ জারি করে বলা হয়েছে, ক্যাব বিরোধী কোনও ধরনের আন্দোলনে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে না। এই নির্দেশে বলা হয়েছে, স্কুল চলাকালীন সময়ে ক্যাব বিরোধী বা অন্য কোনও আন্দোলনে পড়ুয়ারা যোগ দিতে পারবে না।
তাছাড়া স্কুল চত্বরের বাইরে স্কুলের পোশাক পরে ছাত্রছাত্রীরা কোনও প্রতিবাদী আন্দোলনে অংশ নিতে পারবে না। এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে শিক্ষা বিভাগ স্পষ্ট করে দিয়েছে, এই নিয়ম ভঙ্গ হলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ তথা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।