NE UpdatesHappeningsBreaking News
বিশ্ব হিন্দু পরিষদের বিধি প্রকোষ্ঠ বৈঠকে যোগ দিতে গুয়াহাটি ক্ষেত্র থেকে অযোধ্যা পৌছলেন ২৭ আইনজীবী
ওয়ে টু বরাক, ২১ এপ্রিল : বিশ্ব হিন্দু পরিষদ বিধি প্রকোষ্ঠ বা লিগ্যাল সেলের সর্বভারতীয় বৈঠকে যোগ দিতে বিধি প্রকোষ্ঠ গুয়াহাটি ক্ষেত্র সংযোজক তথা বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শিলচরের বিশিষ্ট আইনজীবী শান্তনু নায়েক সহ উত্তর পূর্বাঞ্চলের মোট ২৭ জন আইনজীবীর এক প্রতিনিধি দল শুক্রবার রাতে অযোধ্যায় পৌঁছল। বৈঠকটি অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।
প্রসঙ্গত, যে সকল আইনজীবী বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তা বা সদস্য, তাদের নিয়েই অযোধ্যায় এই সর্বভারতীয় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। গুয়াহাটি ক্ষেত্রের অধীন সমস্ত উত্তর পূর্বাঞ্চল রয়েছে। আর উত্তর পূর্বাঞ্চলকে দুভাগে ভাগ করা হয়েছে। এর একটি উত্তর পূর্ব প্রান্ত ও অন্যটি দক্ষিণ পূর্ব প্রান্ত।
এই বৈঠকে দক্ষিণ পূর্ব প্রান্তের অধীন বরাক উপত্যকা, ত্রিপুরা, মনিপুর, মিজোরাম এবং ডিমা হাসাও প্রত্যেক প্রান্ত/উপপ্রান্ত থেকে আইনজীবীরা প্রতিনিধিত্ব করছেন।
বরাক উপত্যকা থেকে বিধি প্রকোষ্ঠ-র গুয়াহাটি ক্ষেত্র সংযোজক তথা বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শিলচরের বিশিষ্ট আইনজীবী শান্তনু নায়েক, রঞ্জু দেব, জ্যোতির্ময় নাথ, দিলীপকুমার দাস, সৌমেন ভট্টাচার্য, সন্দীপন নাথ, গৌতম ঘোষ ও শেখরকান্তি ধর মোট ৭ জন আইনজীবী এবং মণিপুর থেকে দুজন, ত্রিপুরা থেকে চার জন আইনজীবী রয়েছেন।
উত্তর পূর্ব প্রান্ত থেকে আরও তেরো জন আইনজীবী প্রতিনিধি অংশ গ্রহন করবেন। উজান আসাম, নিম্ন আসাম, নাগাল্যান্ড, মেঘালয় নিয়ে গঠিত উত্তর পূর্ব প্রান্ত। এখানে গুয়াহাটি থেকে ১৩ জন ও মেঘালয়ের তুরা থেকে একজন আইনজীবী রয়েছেন।
উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদের সমগ্র ভারতবর্ষে ১২টি ক্ষেত্র আছে এবং ৪৪টি প্রান্ত আছে। কয়েকটি প্রান্ত নিয়ে একটি ক্ষেত্র গঠন করা হয়েছে। প্রত্যেক প্রান্ত থেকে দুদিন ব্যাপী এই সর্বভারতীয় বৈঠকে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের আইনজীবী সহ একাংশ জজ উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, গুয়াহাটি প্রান্তের অধীন ১৭টি জেলায় লিগ্যাল সেলের টিম গঠন করা হয়েছে। অনুরূপ উত্তর পূর্বাঞ্চলের অধীন দুটি প্রান্তের সকল জেলায় লিগ্যাল সেলের টিম গঠন করা হবে। যেখানে যেখানে আদালত থাকবে, সেখানেই বিধি প্রকোষ্ঠ অর্থাৎ লিগ্যাল সেলের দল গঠন করবে বিশ্ব হিন্দু পরিষদ। আর এই লিগ্যাল সেলের মাধ্যমে যেকোনও আইনি সমস্যা নিরসন করা হবে।