Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইলাকান্দি জয় ঠাকুর সেবা সমিতির বৃক্ষমেলা
ওয়েটুবরাক, ৭ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইলাকান্দিতে প্রথমবারের মতো শুরু হলো তিন দিনব্যাপী বৃক্ষমেলা। জয় ঠাকুর সেবা সমিতির উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং জেলা বন বিভাগ, গ্রিন সোসাইটি হাইলাকান্দি এবং গ্রিন হাইলাকান্দি প্রজেক্টের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার হাইলাকান্দি শহরের আশ্রম রোডের শ্রী শ্রী ভৈরব বাড়ি নাটমন্দির প্রাঙ্গণে এই ব্যতিক্রমী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলা এই বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের ঔষধি, ফল-ফুলের গাছ সহ অন্যান্য উপযোগী গাছের চারা বিতরণ করা হয়৷
মেলা দর্শনার্থী পরিবেশপ্রেমীদের মধ্যেই সেগুলি বিলিয়ে দেওয়া হয়। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জয় ঠাকুর সেবা সমিতির উপ-সভাপতি কেশব গুপ্ত চৌধুরী, কোষাধ্যক্ষ প্রসূন কান্তি পুরকায়স্থ, জেলা বন বিভাগের সদর বিট অফিসার আবিদ রসুল মজুমদার, প্রটেকশন ইনচার্জ আবুল হোসেন মজুমদার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যোগ শিক্ষক অপু পাল, শ্রীশ্রী ভৈরব বাড়ি মন্দির পরিচালনা সমিতির সম্পাদক সুব্রত ভট্টাচার্য, প্রেসক্লাবের উপ-সভাপতি তিলকরঞ্জন দাস, গোবিন্দ চন্দ্র নাথ, কনোজ ভট্টাচার্য, শিবম গুপ্ত চৌধুরী, রাজা দত্ত, মনোধীর দাস, বিদরশ রায়, পৃথ্বীরাজ দত্ত গুপ্ত, রত্নরাজ পন্ডিত, সায়ন্তন দাস, দেবাঞ্জল নাথ কমলেশ গুপ্ত চৌধুরী, কিরিটি চক্রবর্তী সহ কল্যাণ আশ্রমের ছাত্রীগণ সহ অন্যান্যরা।
এরপর মন্দির চত্বরে কয়েকটি গাছের চারা রোপণের পর জয় ঠাকুর সেবা সমিতির উপ-সভাপতি কেশব গুপ্ত চৌধুরীর পৌরোহিত্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে সেবা সমিতির ব্যতিক্রমী পদক্ষেপকে অভিনন্দন জানিয়ে সভায় বক্তব্য রাখেন সদর বিট অফিসার আবিদ রসুল মজুমদার, প্রটেকশন ইনচার্জ আবুল হোসেন মজুমদার, যোগ শিক্ষক অপু পাল, সুব্রত ভট্টাচার্য, শঙ্কর চৌধুরী, সুকোমল পাল, সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ, সন্দীপন পাল এবং তিলকরঞ্জন দাস। বক্তারা প্রত্যেকেই জয় ঠাকুর সেবা সমিতির উল্লেখনীয় পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, বৃক্ষ মেলার আয়োজন সত্যিই এক প্রশংসনীয় পদক্ষেপ। এধরনের মেলা আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি হবে বলে আশা ব্যক্ত করেন সবাই।