India & World UpdatesCultureBreaking News
বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল প্রয়াত
কলকাতা, ১৫ ডিসেম্বর : সঙ্গীত জগতে নক্ষত্র পতন। প্রয়াত হয়েছেন বিশিষ্ট সংগীত শিল্পী ড. অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্য জনিত রোগে তিনি মারা যান। বেশ কিছুদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। মূলত নজরুলগীতির জন্যই সঙ্গীত জগতে সুনাম কুড়িয়েছিলেন অনুপ ঘোষাল। তবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে গানের সৌজন্যে তাঁর পরিচিতি বড় ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। এই ছবিগুলিতে গাওয়া তাঁর গানগুলি আজও মানুষের মুখে মুখে ফেরে। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে অনুপ ঘোষালকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করেছে।
এছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ নানা ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। এর পাশাপাশি তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন। ১৯৮০ সালে সেরা গায়ক হিসাবে জাতীয় পুরস্কারও জেতেন তিনি। সঙ্গীতজগতের পাশাপাশি অনুপবাবু পা রেখেছিলেন রাজনীতিতেও। ২০১১ সালে তৃণমূলের হয়ে উত্তরপাড়া বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ওই একবারই ভোটে দাঁড়িয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।