Barak UpdatesHappeningsBreaking News
বিশাল সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী নীহাররঞ্জন
ওয়ে টু বরাক, ২৪ অক্টোবর : কয়েক হাজার সমর্থক নিয়ে এক বিশাল মিছিলে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী নীহার রঞ্জন দাস। মনোনয়ন জমা দেওয়ার আগে শহরের টাউন ক্লাব মাঠে এক সভারও আয়োজন করে বিজেপি। মেঘলা আকাশে বৃষ্টির শঙ্কা নিয়েও এই সভায় প্রচুর সংখ্যক সমর্থক হাজির ছিলেন।
এই মনোনয়ন সভাতেও নেতা-মন্ত্রীদের চাঁদের হাট বসেছিল। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিজেপির অসমের প্রভারী হরিশ দ্বিবেদী, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, প্রদেশ কমিটির সম্পাদক কণাদ পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল প্রমুখ।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে ধলাই আসনের বিজেপি প্রার্থী নীহার রঞ্জন দাস বলেন, বিপুল মানুষের সমর্থন তিনি পেয়েছেন। জনগণ নরেন্দ্র মোদি ও হিমন্তবিশ্ব শর্মার হাত শক্ত করতে তাঁকেই ভোট দিয়ে জয়ী করবেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেছেন, শুধু ধলাই থেকে কর্মী ও সমর্থকরাই নন, এই সমাবেশে বিভিন্ন মণ্ডল থেকেও বিজেপি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত হয়েছেন। এখানে সবাই মিলে পরমপিতার কাছে প্রার্থনা করছি, দলীয় প্রার্থীকে যেন বিশাল সংখ্যার ব্যবধানে জয়ী হওয়ার শক্তি দেন।