Barak UpdatesHappeningsBreaking News
বিমানে মাদক পাচার করতে গিয়ে শিলচরে ধৃত ২ যাত্রী
ওয়েটুবরাক, ১৯ অক্টোবর : মাদক নিয়ে বিমানে চড়তে গিয়ে ধরা পড়ল দুই যুবক৷ শিলচর বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শিলচর-কলকাতা অ্যালায়েন্স এয়ারের যাত্রীদের লাগেজ স্ক্যান করতে গিয়ে সন্দেহভাজন সামগ্রী দেখতে পান কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা৷ সঙ্গে সঙ্গে দুই যাত্রীকে শনাক্ত করে পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ তল্লাশি চালিয়ে ওই লাগেজ থেকে চার কেজি পাউডার জাতীয় মাদক বাজেয়াপ্ত করে৷ বেশ কয়েক প্যাকেট চা পাতার সঙ্গে ছিল চার প্যাকেট মাদকও৷ গ্রেফতার করা হয় জোসেফ লালনুনমাউইয়া ও এফ লালমাঙ্গাইজুয়ালা নামের দুই যাত্রীকে৷ দুইজনেরই বাড়ি মিজোরামে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে৷ অনুমান করা হচ্ছে, বিদেশ থেকে আসা মাদক মিজোরাম হয়ে সড়কপথে শিলচরে এসেছিল৷ বাজেয়াপ্ত সামগ্রীর বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ৷
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডলে এই সাফল্যের জন্য সিআইএসএফ এবং আসাম পূলিশকে সাধুবাদ জানান৷