India & World UpdatesHappeningsBreaking News
বিমানবন্দরের মতো হাসপাতালের নিরাপত্তা চাইল আইএমএ, প্রধানমন্ত্রীকে চিঠি
ওয়েটুবরাক, ১৯ আগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় একাধিক দাবি তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল আইএমএ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে আইএমএ বলেছে, “শোকাহত পরিবারের জন্য উপযুক্ত এবং মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে ৷ আমরা আপনার স্বাধীনতা দিবসের বক্তব্যে মহিলাদের সুরক্ষা সম্পর্কে মন্তব্যের প্রশংসা করি। আমরা এই পর্যায়ে আপনার হস্তক্ষেপের জন্য আবেদন করছি। এটি শুধুমাত্র মহিলা চিকিৎসকদের নয়, কর্মক্ষেত্রে প্রতিটি মহিলাকেও আস্থা দেবে। আমাদের দাবি পূরণের জন্য যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে আপনার হস্তক্ষেপ চাইছি ৷”
আইএমএ জানিয়েছে, বর্তমান তাঁদের সুরক্ষায় যে আইনগুলি আছে, সেগুলিকে আরও শক্তিশালী করা উচিত ৷
তাদের আরও দাবি, হাসপাতালগুলিকে যথাযথ নিরাপত্তা দিয়ে সেগুলিকে সুরক্ষিত এবং নিরাপদ এলাকা হিসাবে ঘোষণা করা উচিত। চিঠিতে আইএমএ লিখেছে, “সমস্ত হাসপাতালের নিরাপত্তার শর্তগুলি বিমানবন্দরের নিরাপত্তার চেয়ে কোনও অংশে কম হওয়া উচিত নয়। সিসিটিভি, নিরাপত্তা কর্মীদের মোতায়েন এবং নিরাপত্তার অন্যান্য ব্যবস্থাগুলি অনুসরণ করতে হবে এ ক্ষেত্রে ৷”