Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষক দিবস উইমেন্স কলেজে, “আত্মজ’-র আত্মপ্রকাশ
ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে উইমেন্স কলেজ শিলচরের বাংলা বিভাগের উদ্যোগে একটি দেওয়াল পত্রিকার উন্মোচন হল মঙ্গলবার।
কলেজের অধ্যক্ষ ড. দেবশ্রী দত্তের হাতে দেওয়াল পত্রিকা আত্মজ উন্মোচিত হওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সুস্পিতা দাস সহ বিভাগীয় শিক্ষিকাগণ এবং ছাত্রীরা। পরে শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয় কলেজের ভগিনী নিবেদিতা প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধার্ঘ জানানো হয়।
ছাত্রীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. দেবশ্রী দত্ত স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন দর্শনের প্রতি ছাত্রীদের অবগত করান৷ তিনি বলেন, যারা অপরকে জ্ঞান লাভের সহায়তা করেন এবং শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করেন তারা একে অপরের শিক্ষক৷ আমাদের সবার উচিত, মৌলিক শিক্ষা অর্জন করে জীবনের পথে এগিয়ে চলা৷ নিজের কাজকর্মের মধ্য দিয়ে সুস্থ সমাজ এবং দেশ গঠনে শরিক হওয়া।
শিক্ষক-শিক্ষিকাদের জন্য কলেজের ছাত্রীরা বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷ রবীন্দ্র নৃত্য, বিহু গীত-নৃত্য থেকে আরম্ভ করে চাকমাদের পরম্পরাগত নৃত্য এবং আধুনিক গানের তালে ছাত্রীরা নৃত্য পরিবেশন করে। কিছু ছাত্রী সুরেলা কণ্ঠে গানও শোনায় যা সকল শিক্ষক-শিক্ষিকাদের দারুন ভাবে আনন্দিত করে।