Barak UpdatesHappeningsBreaking News
জেলা গ্রন্থাগারের কাজে ধীরগতি, মন্ত্রী বিমল বরার সঙ্গে সাক্ষাৎ সম্মিলিত মঞ্চের প্রতিনিধিদের
ওয়ে টু বরাক, ৩ নভেম্বর : জেলা গ্রন্থাগারের কাজের ধীরগতি নিয়ে মন্ত্রী বিমল বরার সঙ্গে দেখা করলেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের প্রতিনিধিরা। শুক্রবার প্রতিনিধি দলটি রাজ্যের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে দেখা করার সময় শিলচর জেলা গ্রন্থাগারের কাজের শ্লথগতি নিয়ে কথা বলেন এবং তাঁর হাতে একটি স্মারকপত্র প্রদান করেন। মঞ্চের দলটি জেলা গ্রন্থাগারের কাজের শ্লথগতির কথা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন এবং জেলা গ্রন্থাগার না থাকায় এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মকাণ্ড কীভাবে ব্যাহত হচ্ছে সে ব্যাপারে মন্ত্রীকে অবহিত করেন।
মঞ্চের সদস্যরা শিলচর জেলা গ্রন্থাগার বরাক উপত্যকার বৈচিত্র্যময় সংস্কৃতির বিশ্বজোড়া প্রচার ও প্রসারের কেন্দ্রস্থল বলে উল্লেখ করেন। মঞ্চের পক্ষ থেকে বলা হয়, জেলা গ্রন্থাগার যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষের স্মারক হিসেবে গড়ে তোলা হয়েছিল, সেজন্য এর মুল কাঠামোকে রেখে সংস্কারের পক্ষে মতামত প্রকাশ করেছিল মঞ্চ। কিন্তু আসাম সরকার এটাকে পুরো ভেঙে নতুন জেলা গ্রন্থাগার তৈরির সিদ্ধান্ত নিলে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ তাকেও স্বাগত জানায়। দ্রুত গ্রন্থাগারের কাজ সম্পাদন অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসের মধ্যে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে মঞ্চের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন ।
অন্যদিকে কাজের জন্য যে অর্থরাশি আসাম সরকারের তরফ থেকে দেওয়ার কথা ছিল তা না দেওয়ার ফলে কাজের গতি শ্লথ হয়ে পড়েছে, তাই সরকার যাতে যথাযথ অর্থরাশি প্রদান করেন সেদিকে নজর দেওয়ার দাবি জানায় মঞ্চ।
মন্ত্রী বিমল বরা আশ্বাস দিয়ে বলেন, তিনি জেলা গ্রন্থাগারের বিভাগীয় কর্তৃপক্ষ ও শিক্ষামন্ত্রী রণোজ পেগুর সঙ্গে আলোচনা করে সদর্থক পদক্ষেপ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। মঞ্চের তরফে এই স্মারক পত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, কার্যকরী সমিতির সদস্য কানাই লাল দাস, সন্তোষ চন্দ, ভাষ্কর দাস প্রমুখ।