NE UpdatesHappeningsBreaking News
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত সনোয়াল
২৭ সেপ্টেম্বর : রাজ্যসভার আসনে নির্বাচিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এই আসনে কোনও প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় সনোয়ালকে সোমবার নির্বাচিত বলে ঘোষণা করা হয়। এদিন দুপুরে রাজ্য বিধানসভার সচিবালয়ে তিনি বিজয়ী হিসেবে সার্টিফিকেট গ্রহণ করেন। সে সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা প্রমূখ।
এই জয়ের জন্য সনোয়াল রাজ্য বিধানসভার প্রত্যেক সদস্য তথা অসমের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। গত ২১ সেপ্টেম্বর রাজ্যসভার এই আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
প্রসঙ্গত কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জল পরিবহণ ও আয়ুস মন্ত্রী সনোয়াল ২০১৬ সালে মাজুলি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এবার বিজেপি নেতৃত্বাধীন সরকার পুনরায় ক্ষমতায় আসার পর দলীয় হাইকমান্ড মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্তবিশ্ব শর্মার নাম ঘোষণা করে। হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সনোয়ালকে মোদি মন্ত্রিসভায় কেবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। কিন্তু কেবিনেট মন্ত্রীর দায়িত্ব নির্বাহ করতে গিয়ে সনোয়ালকে রাজ্যসভা থেকে নির্বাচিত হয়ে আসার প্রয়োজন পড়ে। আগামী ৪ অক্টোবর রাজ্যসভার এই আসনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এই আসনে সনোয়ালের বিপরীতে কোনও প্রার্থী না দাঁড়ানোয় তাঁকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, রাজ্যসভার এই আসনটি থেকে বিশ্বজিৎ দৈমারি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়ে পড়েছিল।