Barak UpdatesHappeningsBreaking News
বিধানসভার এস্টিমেট কমিটি বরাকে, তিনদিন হবে স্পট ভিজিট, পর্যালোচনা সভা
ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি : বিধায়ক প্রশান্ত ফুকনের নেতৃত্বে রাজ্য বিধানসভার ১৩ সদস্যের এস্টিমেট কমিটি আজ সোমবার শিলচর এসে পৌঁছেছেন। বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন বিভাগের প্রকল্পগুলোর বাস্তবায়ন সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা৷ কাল সকাল সাড়ে ৮টায় কাছাড় জেলার বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সরেজমিনে অধ্যয়ন করে বেলা আড়াইটায় তাঁরা শিলচরে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। শিলচরে রাত কাটিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় তাঁরা করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শনে যাবেন। এরপর বিকেল ৩ টায় করিমগঞ্জে প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৃহস্পতিবার কমিটির সদস্য-বিধায়করা হাইলাকান্দি জেলায় যাবেন৷ সকাল সাড়ে ১০ টা থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের স্পট ভিজিট করবেন। পরে হাইলাকান্দি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার তাঁরা গুয়াহাটিতে ফিরে যাবেন।
বিধায়ক প্রশান্ত ফুকনের নেতৃত্বাধীন ১৩ সদস্যের এস্টিমেট কমিটির সদস্যরা হলেন প্রমোদ বরঠাকুর, ভাস্কর শর্মা, রূপক শর্মা, মৃণাল শইকিয়া, প্রদীপ হাজরিকা, পুনাকান বরুয়া, আব্দুর রশিদ মন্ডল, জাকির হোসেন সিকদার, দুর্গাদাস বড়ো, আমিনুল ইসলাম, নজরুল হক ও দিগন্ত বর্মন। এছাড়া কমিটির সঙ্গে ৭ জন আধিকারিক ও কর্মচারীদের একটি দলও রয়েছে।