Barak UpdatesHappeningsBreaking News

গ্রামীণ সাংবাদিকদের টিকাকরণে প্রশাসনিক গুরুত্বের দাবি

কোভিড সচেতনতা প্রসারে প্রচার অভিযান উধারবন্দ সাংবাদিক মঞ্চের

ওয়েটুবরাক, ২৮ মে : কোভিড সচেতনতার লক্ষ্যে পদক্ষেপ নিল উধারবন্দ সাংবাদিক মঞ্চ। শুক্রবার মাইক যোগে প্রচার অভিযান চালানো হয় উধারবন্দ, গোসাইপুর, পানগ্ৰাম, লাঠিগ্ৰাম প্রভৃতি এলাকায়৷ এতে কোভিড বিধি মেনে চলা সহ কোভিড পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে ভাবে এগিয়ে আসতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয় । উল্লেখ্য , বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উধারবন্দ সাংবাদিক মঞ্চের এক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। সভাপতি শিবাশিস চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিকরা ।

এতে মত প্রকাশ করে বলা হয়, কোভিড পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন গ্ৰামীণ সাংবাদিকরা । সংবাদ সংগ্ৰহ করতে বিভিন্ন এলাকায় যেতে হয় তাদের। ফলে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কোডিভ সংক্রমণের ঝুঁকি অনেকটা বেড়ে যায় । কোভিড পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করলেও সরকারের তরফে গ্ৰামীণ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কোভিড ভ্যাকসিন প্রদানের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে মত প্রকাশ করা হয় । সভায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভ্যাকসিন প্রদানে স্বচ্ছতা নিয়ে আলোচনার পাশাপাশি বাগান এলাকায় কোভিড সচেতনতা বৃদ্ধি সহ ব্যাপক হারে কোভিড পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত প্রকাশ করেন সাংবাদিকরা । পরে জেলার গ্ৰামীণ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন প্রদান সহ উল্লিখিত দাবিতে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাফিউল আলম রিন্টু, বিজিত দাস , নীহারকান্তি রায়়, স্নেহাংশু তালুকদার, ন‌ঈম হোসেন বড়ভূইয়া, হিতাংশু শীল প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker