NE UpdatesHappeningsBreaking News
বাড়ি ফিরে আকাশ দেখে, শ্রাদ্ধ চলছে তাঁরই!
ওয়েটুবরাক, ৯ জুন : বাড়িতে তাঁরই শ্রাদ্ধ চলছে, তাতে যোগ দিতেই নিকটাত্মীয়া রওয়ানা হয়েছেন, এ কথা জানতে পেরে বিস্মিত ২২ বছরের আকাশ সরকার৷ পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার কালীবাজারের বাড়িতে ছুটে গিয়ে দেখেন, শ্রাদ্ধের কাজ অনেকটাই সম্পন্ন ৷ যার শ্রাদ্ধ, তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পুরোহিতের মন্ত্র পড়া বন্ধ হয়ে যায়৷ তিল-হরিতকী হাতে কনক সরকারের মুখে রা সরছে না৷ বাড়িভর্তি মানুষ একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করছেন৷ ওই নিকটাত্মীয়াই বললেন, “আগরতলা শহরে তাকে দেখে আমি হতবাক৷ কোথায় যাচ্ছি জানতে চাইলে জবাব দিতে পারছিলাম না৷ পরে নিজের শ্রাদ্ধের কথা শুনে সেও স্থির থাকতে পারেনি৷”
একমাস আগেই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আকাশ৷ বহু খোঁজ করেও সন্ধান মেলেনি তার৷ গত ৩ জুন হঠাৎই পুলিশ খবর দেয়, আগরতলা মেলারমাঠের পুকুরে এক যুবকের দেহ ভেসে উঠেছে৷ কনক সরকার জানান, “তড়িঘড়ি ছুটে যাই৷ দেহটি ফুলে এমন অবস্থা যে, চেনা মুশকিল৷ তবু মনে হচ্ছিল, এ আমার ছেলে নয়৷” তার অভিযোগ, পুলিশ অফিসাররাই তখন তাঁর উপর চাপ সৃষ্টি করেন৷ এক সময় তিনি মেনে নিতে বাধ্য হন, দেহটি আকাশের৷ ময়নাতদন্তের পর মৃতদেহ তাদের হাতে তুলে দিলে তিনিই মুখাগ্নি করেন৷ জলে ডুবে মৃত্যু বলে তিন রাত পেরিয়ে মঙ্গলবার ছিল শ্রাদ্ধানুষ্ঠান৷
পুলিশের দাবি, ভালোভাবে খতিয়ে দেখেই কনক সরকার দেহটি তাঁর ছেলের বলে দাবি করেছিলেন৷ এলাকায় ভবঘুরে বলে পরিচিত আকাশ জানান, বাড়ি থেকে বেরিয়ে আগরতলা শহরেই তিনি ঘুরে বেড়াতেন৷ রাতে ঘুমোতেন বটতলা সেতুর তলায়৷ প্রশ্ন উঠেছে, অন্ত্যেষ্টি হল যার, সেই দেহ তবে কার? পুলিশ জানিয়েছে, তদন্ত হবে৷