Barak UpdatesHappeningsBreaking News
বিটিএন কার্যালয়ে অধ্যাপক সুদর্শন গুপ্তের স্মৃতিচারণ সভা
ওয়ে টু বরাক, ১৭ জানুয়ারি : রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের প্রধান তথা সমাজসেবী প্রয়াত সুদর্শন গুপ্তের অকাল প্রয়াণে মর্মাহত বিটিএন পরিবার। প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বিটিএন কার্যালয়ে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন বিটিএনের কর্ণধার মনীশ দাস, বিপ্লব কান্তি দে, অরূপ দাস, প্রদীপ ভৌমিক, ভোলা নাথ, আশিস দাস, বাবলু রাজভর, সোমশিখা মজুমদার, মানসী দাশগুপ্ত, অর্পিতা ধর সহ অন্যান্যরা।
এ দিন প্রয়াতের স্মৃতিচারণ করতে গিয়ে রূপম দাস বলেন, সদা হাস্যময় সুদর্শন ছিলেন পরোপকারী। সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষকতা, সমাজসেবা সব ক্ষেত্রেই সমান পারদর্শী ছিলেন সুদর্শনবাবু। তাঁর মৃত্যু গোটা উপত্যকার জন্য এক চরম ক্ষতি বলে মত ব্যক্ত করেন তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে প্রয়াতের ঘনিষ্ঠ বন্ধু গঙ্গেশ ভট্টাচার্য বলেন, রাধামাধব কলেজে সহকারী অধ্যাপকের চাকরিতে যোগ দেওয়ার আগে সুদর্শন গুপ্ত বিটিএনের প্রায় জন্মলগ্ন থেকেই এই নিউজ চ্যানেলের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। প্রচণ্ড মেধাবী সুদর্শন শুধু শিক্ষকতা বা শিক্ষক সংগঠনের নেতৃত্বেই নয়, সাংবাদিকতা ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে কোন ক্ষেত্রেই হার না মানার তীব্র মানসিকতা ছিল সুদর্শনের। হাসপাতালে মৃত্যুর সঙ্গেও তীব্র লড়াই করেছেন তিনি। তবুও শেষ রক্ষা হয়নি তাঁর। সুদর্শনের অকাল মৃত্যু বিভিন্ন ক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি করেছে তা কখনই পূরণ করার নয় বলে ঊল্লেখ করেন তিনি। শোকসভায় প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।