Barak UpdatesBreaking News
বিজেপি বিধায়কদের প্রচারে আতঙ্কিত জেলা কংগ্রেস
১১ ডিসেম্বর : কাছাড় জেলার বিজেপি বিধায়করা যেভাবে কর্মী ও সমর্থকদের কাছে প্রশাসনকে ম্যানেজ করে নেওয়ার কথা বলে বেড়াচ্ছেন, তাতে আতঙ্কিত জেলা কংগ্রেস। মঙ্গলবার পঞ্চায়েতের ভোট গণনার ঠিক আগের দিন এক সাংবাদিক বৈঠক করে এই আশঙ্কার কথা জানালেন জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান পার্থরঞ্জন চক্রবর্তী।
পার্থরঞ্জন বলেন, মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন যেভাবে বিজেপি বিধায়করা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাতে এই আশংকা মোটেই অমূলক নয়। এ বার ভোটদান পর্ব শেষ হওয়ার পর তাঁরা দলের সমর্থিত ভোটারদের বলছেন, চিন্তার কোনও কারণ নেই পঞ্চায়েত দখল করছে বিজেপি। আর এতে প্রশাসন বিজেপির সঙ্গে রয়েছে। তিনি বলেন, এ বিষয়টি যদি সত্য হয়, সত্যিই যদি প্রশাসন শাসক দলের সঙ্গে মিলে যায়, তাহলে গণতন্ত্রের হত্যা ছাড়া আর কিছুই হবে না। তবে তিনি জেলা প্রশাসনকে সব দলের প্রতি সম মনোভাবাপন্ন হতে অনুরোধ জানিয়েছেন।
এ দিকে, বুধবার ভোট গণনার সময় কংগ্রেসের সদস্যরা বিভিন্ন প্রান্ত থেকে আইএসবিটি-র সামনে এসে হাজির হবেন। তাঁদের আসার পথে কেউ যদি মারধর করে তবে পরিণাম ভয়াবহ হবে বলে আগেই হুমকি দিয়ে রেখেছেন পার্থরঞ্জন। তিনি দলের সদস্যদের অভয় দিয়ে বলেন, সবাই যেন নির্ভীক চিত্তে আসেন, কোনও ভয়ের কাছেই যেন তাঁরা নতি স্বীকার না করেন।