Barak UpdatesHappeningsBreaking News
বিজেপি তপশিলি জাতি মোর্চার উদ্যোগে শিলচরে আম্বেদকর স্মরণ
ওয়েটুবরাক, ১৫ এপ্রিলঃ সংবিধানপ্রণেতা বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল কাছাড় জেলা বিজেপি । শুক্রবার বিজেপির কাছাড় জেলা তপশিলি জাতি মোর্চার উদ্যোগে জেলাশাসকের কার্যালয় সংলগ্ন বাবাসাহেবের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে বাবাসাহেবের ১৩৩-তম জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপি তপশিলি জাতি মোর্চার উদ্যোগে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। বাবাসাহেবের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন দলীয় নেতারা।
এদিন দলীয় কার্যালয়ে মোর্চার জেলা সভাপতি নিবাস দাসের পৌরোহিত্যে আয়োজিত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় বলেন, ভারতীয় জনতা পার্টিই একমাত্র রাজনৈতিক দল এবং এই দলের সরকার সমাজের সকল শ্রেণীর মানুষকে সম্মান প্রদানের লক্ষ্যে কাজ করছে। ভারতবর্ষের রাজনীতিতে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কেবল ভোটব্যাংকের রাজনীতি করেছেন। তিনি তাঁর বক্তব্যে বাবাসাহেবের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিমলেন্দু রায় ডঃ বি আর আম্বেদকরের আদর্শ তথা চিন্তাধারাকে পাথেয় করে এগিয়ে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির আসাম প্রদেশ কমিটির সম্পাদক কণাদ পুরকায়স্থ বলেন, সংবিধান রচয়িতা ড. বি আর আম্বেদকর সমাজের উচ্চ-নীচ ভেদাভেদকে সরিয়ে সকলের সম অধিকার প্রদানের মাধ্যমে ভারতীয় সমাজব্যবস্থাকে এক সূত্রে গ্রথিত করার জন্য সংগ্রাম চালিয়ে ছিলেন। তিনি বলেন, আম্বেদকর একজন বহুমুখী ব্যক্তিত্ব ছিলেন যিনি শিল্প উন্নয়ন, শ্রম অধিকার, স্বনির্ভরতা, বিদ্যুৎ এবং জলসম্পদ সহ রাজনীতির বাইরেও বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছিলেন। ভারতবর্ষের নতুন শিক্ষানীতি যা মাতৃভাষার শিক্ষার ব্যবস্থা করে তা বাবাসাহেবের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেন কণাদ পুরকায়স্থ। তিনি বলেন, জটিল আইন প্রতিস্থাপনের জন্য চারটি শ্রম কোডও তার দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ। ভারতবর্ষকে আত্মনির্ভর করে এক বৈভবশালী রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন বাবাসাহেব, কেন্দ্রের বর্তমান নরেন্দ্র মোদির সরকার সেই লক্ষ্য মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে বলে দৃঢ়তার সঙ্গে জানান রাজ্য বিজেপির নেতা কণাদ।
বর্ষীয়ান বিজেপি নেতা ও এপিডিসিএল-এর ডিরেক্টর নিত্যভূষণ দে বলেন, বাবাসাহেবের স্বপ্ন ছিল সমাজের পিছিয়ে পড়া লোকদের মূল শ্রোতে নিয়ে আসা। সমাজের অন্যান্য শ্রেণীর মতো অনুসূচিত জাতিভুক্ত ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা, শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান কিংবা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা এবং বস্তুতপক্ষে পিছিয়ে পড়া সমাজের কল্যাণে কাজই ছিল বাবাসাহেবের লক্ষ্য। নিত্যভূষণ দের কথায়, অত্যন্ত পরিতাপের বিষয় দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ বৎসর যারা ক্ষমতায় ছিলেন তারা তপশিলি সমাজের জন্য কিছুই করেননি। উপরন্তু ওই শ্রেণির লোকরা দিনের পর দিন লাঞ্ছনা, বঞ্চনার শিকার হয়েছিলেন। কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার আসার পর প্রথম বারের মতো সমাজের পিছিয়ে পড়া তপশিলি জাতিভুক্ত লোকদের উন্নয়নে কাজ চলছে বলে জানান তিনি ৷ বলেন, ড. বি আর আম্বেদকরের চিন্তাধারাকে সঠিক অর্থে মূল্যায়ন করতে পারলেই তাঁর প্রতি হবে আমাদের সঠিক শ্রদ্ধা নিবেদন । প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নীহার রঞ্জন দাস, বিজেপি তপশিলি জাতি মোর্চার জেলা সভাপতি নিবাস দাস, এস সি ডেভেলাপম্যান্ট কর্পোরেশনের বোর্ড অব ডিরেক্টর সুবোধ দাস প্রমুখ।
এদিনের দুটি পৃথক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহক সদস্য অমিত রঞ্জন রায়, জেলা বিজেপির প্রচার কোষের সহ আহ্বায়ক কমলেশ দাশ, এস সি মোর্চার জেলা সাধারণ সম্পাদক বাবলু কেঁওট, উপ-সভাপতি অমলেন্দু দাস, সম্পাদিকা রাজশ্রী দাস, এস সি ডেভেলাপম্যান্ট বোর্ডের সদস্য মনমোহন রবিদাস, রানু দাস সহ অন্যান্যরা।