Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতেও ‘আয়ুষ্মান ভব’, রেশন কার্ড থাকলেই বিনামূল্যে চিকিৎসা
ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বর: হাইলাকান্দিতে স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ‘আয়ুষ্মান ভব’ বুধবার উদ্বোধন করা হয়। হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয়। এতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা সারা দেশে এই প্রকল্প শুরু করার কেন্দ্রীয় অনুষ্ঠান জায়েন্ট স্ক্রিনে দেখানো হয়। হাইলাকান্দি জেলায় এই অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক নিসর্গ হিভারে। তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন, এই প্রকল্পটি কেবলমাত্র স্বাস্থ্য বিভাগের নয়, সব নাগরিকের প্রকল্প। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে জেলার ঘরে ঘরে গিয়ে রেশন কার্ড থাকা ব্যক্তিদের আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনতে অভিযান শুরু হবে। এই প্রকল্পের আওতায় বছরে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। এই প্রকল্পের অধীনে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৪ সপ্তাহে প্রতিটি ব্লক স্তরে একটি করে স্বাস্থ্য মেলার আয়োজন করা হবে।
হিভারে আরও জানান, জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠান বা হাসপাতালে এর আওতায় ব্যাপকভাবে স্বচ্ছতা অভিযান চালানো হবে। পাশাপাশি ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। এই অভিযানে চিকিৎসা ক্ষেত্রে সহায়তার জন্য জনসাধারণকে অঙ্গ-প্রত্যঙ্গ দানের জন্য উদ্বুদ্ধ করা হবে। অঙ্গ-প্রত্যঙ্গ দান করতে ইচ্ছুক ব্যক্তিদের ওয়েবসাইট https://notto.mohfw.gov.in/ অথবা ২৪ ঘণ্টা চালু থাকা টুল ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০১১৪৭৭০এ যোগাযোগ করতে জানিয়ে দেওয়া হয়।
বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে হাইলাকান্দি জেলায় যক্ষা রোগীদের চিকিৎসায় সহায়তার জন্য পাঁচটি অগ্রণী বেসরকারি সংগঠনের কর্মকর্তাদের সংবর্ধনা জানানো হয়। যক্ষা রোগীর পৃষ্ঠপোষকতা এবং আর্থিক সহায়তার জন্য সরকারি কর্মসূচি নিক্ষয় মিত্র হিসেবে ৩০ জন যক্ষা রুগীর পরিচর্যাকারী রোটারি ক্লাবকে, ৫০ জন যক্ষা রোগীর পরিচর্যাকারী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় শাখাকে, ৩০ জন যক্ষা রোগীর পরিচর্যাকারী হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ১০ জনের পরিচর্যাকারী রামকৃষ্ণ মিশন এবং আরও ১০ জন যক্ষা রোগীর শুশ্রূষা দানকারী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। সভায় জানানো হয়, দুই অক্টোবর গাঁওসভা আয়োজনের মধ্য দিয়ে জেলায় এই কর্মসূচি সমাপ্ত হবে। ডিডিসি অ্যালডার্ড ফারহীন, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডা. অলকানন্দা নাথ সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।