Barak UpdatesHappeningsBreaking News
বিজেপির কাজিয়া! বাইক পার্কিং নিয়ে মামলা, পাল্টা মামলা
১৬ ডিসেম্বরঃ বাইক পার্কিং নিয়ে শিলচর রাঙ্গিরখাড়িতে মারপিটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাতে শিলচরের বিধায়ক দিলীপ পালের ভাই জড়িয়ে যাওয়ায় তা আরও চর্চার বিষয় হয়ে ওঠে। অভিযোগকারীও বিজেপি নেতা। যুব মোর্চার রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য, হাইলাকান্দি জেলার প্রভারি। পক্ষে-বিপক্ষে মামলা দায়ের হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি আসলে বিজেপির অভ্যন্তরিণ কাজিয়ারই এক নমুনা। প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাসের শিলচর আগমনের আগের দিনে এই ঘটনা ভিন্ন তাৎপর্য বহন করে।
শিলচর সদর থানায় প্রথম এফআইআর-টি দেন যুব মোর্চার কুলদীপ চৌধুরী। তিনি বরিষ্ঠ বিজেপি নেতা নারায়ণ চৌধুরীর পুত্র। এফআইআরে তিনি অভিযোগকারীর নাম উল্লেখ না করলেও অভিযুক্ত করেছেন শ্রীরাম সেলস সপের মালিককে। বলেন, বুধবার শ্রীরাম সেলসের সামনে বাইক রেখে একই কমপ্লেক্সে থাকা লাল প্যাথ ল্যাবে যান। তখন একজন গিয়ে বাইকটি সরিয়ে নিতে বলেন। তিনি তা সরাতে গেলে শ্রীরাম সেলসের মালিক গালিগালাজ করে তাঁর মুখে ঘুষি মারেন। পরে আরও তিন-চারজন তাকে মারধর করেন।
অন্যদিকে, শ্রীরাম সেলস করপোরেশনের কর্মী চিন্ময় সেনগুপ্ত রাঙ্গিরখাড়ি ফাঁড়িতে এফআইআর দায়ের করে বলেন, বাইক পার্কিং করতে গিয়ে কুলদীপ বাইরে রাখা একটি ফ্রিজে ধাক্কা মারে। তাতে ফ্রিজের কিছু অংশ ভেঙে যায়। এ নিয়ে তিনি জিজ্ঞাসা করতেই কুলদীপ উত্তেজিত হয়ে ওঠেন। গালিগালাজ করে তাঁকে প্রহৃত করেন। তা দেখে শ্রীরাম সেলসের মালিক সুবীর পাল সেখানে গেলে তাঁকে কুলদীপ ঠেলাধাক্কা মারেন। পরে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়।
এটি যে আসলে রাজনৈতিক ঘটনা, তা কুলদীপের বক্তব্যে স্পষ্ট। কুলদীপ পরবর্তী সময়ে জানান, তাঁকে দেখেই শ্রীরাম সেলসের মালিক তুই-তুকারি বলে বলেন, ”বেশি লিডার বনে গিয়েছিস। এমএলএ বানিয়ে নেবে তুই? লিডার বানাবে ?”
প্রসঙ্গত, ৫৮ বছর বয়সী সুবীরবাবু শিলচরের বিজেপি বিধায়ক দিলীপকুমার পালের তৃতীয় ভ্রাতা। এ ব্যাপারে দিলীপবাবুর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।