Barak UpdatesHappeningsBreaking News
বিজয় দাসের মৃত্যুতে কাছাড় ক্যানসার হসপিটালে শোকসভা
ওয়েটুবরাক, ৫ এপ্রিল: গত ২ এপ্রিল কাছাড় ক্যানসার হসপিটাল সোসাইটির অন্যতম যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী বিজয় দাসের অকস্মাৎ মৃত্যু হয়৷ লক্ষীপুর শহরের নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গত ৪ এপ্রিল, রবিবার কাছাড় ক্যানসার হসপিটাল সোসাইটির পরিচালনা সমিতি এক জরুরি সভায় মিলিত হয়ে বিজয় বাবুর স্মৃতিচারণ করেন এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। অধ্যাপক জ্যোতিলাল চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত শ্রদ্ধানুষ্ঠানে প্রয়াত বিজয় দাসের সুসজ্জিত প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন পদ্মশ্রী ডা: রবি কান্নান, ডা: সুজিত কুমার নন্দী পুরকায়স্থ, ডা: সুব্রত চন্দ্র পাল, মিহির কর পুরকায়স্থ, নীহারেন্দু পুরকায়স্থ, অধ্যাপক দিলীপকুমার দে, অধ্যাপক পরিতোষ চন্দ্র দত্ত, অধ্যাপক দেবপ্রসাদ রায়, মালবিকা সেন, কল্যাণ চক্রবর্তী, সোসাইটির সাধারণ সম্পাদক নীলমানব দাস, প্রীতিকণা পাল, ড° নির্মালী বর্মন, আশু পাল, অরবিন্দ ভদ্র সহ উপস্থিত সদস্য ও হাসপাতাল কর্মীরা। গীতা থেকে প্রাসঙ্গিক শ্লোক পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মেধা দেশমুখ্য।
স্মৃতি চারণে সবাই প্রয়াত বিজয় দাসের সমাজসেবার নানা উদাহরণ তুলে ধরে তাঁর অদম্য ইচ্ছাশক্তি, সততা, নিষ্ঠা, সাংগঠনিক ক্ষমতা, বিনম্র আচরণ, কঠোর পরিশ্রম শক্তি ও সর্বোপরি মানবহিতৈষী কাজকর্মের উচ্চ প্রশংসা করেন। কাছাড় ক্যানসার হসপিটাল সোসাইটির জন্মলগ্ন থেকে পলয়াপুল নেহরু স্কুলের শিক্ষক বিজয় দাস আজীবন যুক্ত ছিলেন। সভায় গৃহীত শোক প্রস্তাবে বিজয় দাসের মৃত্যু এই সোসাইটির এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করা হয় ও প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।