Barak UpdatesHappeningsBreaking News
বাল্য বিবাহ প্রতিরোধে শিলচরে প্রচার রথের যাত্রা
ওয়ে টু বরাক, ২৩ ফেব্রুয়ারি : বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রচার অভিযান কাছাড় জেলায় আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার এর অঙ্গ হিসাবে প্রশাসনের উদ্যোগে রথ নামক এক প্রচার গাড়ি শিলচর শহর পরিক্রমা করে। জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক রোহন কুমার ঝা পতাকা নেড়ে এই রথটির যাত্রা শুরু করেন। এরপর জেলাশাসক এবং পুলিশ সুপার নোমাল মাহাতো সহ জেলার শীর্ষ আধিকারিকরা রথটি নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন।
উল্লেখ্য ২০০৬ সালের বাল্যবিবাহ নিবারণ আইন অনুসারে ২১ বছরের নিচের ছেলে এবং ১৮ বছরের নিচের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দু বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা বা উভয় দন্ডের সংস্থান রয়েছে। এছাড়া এই আইনের আওতায় বাল্যবিবাহ সম্পন্ন করানোর ক্ষেত্রে অথবা পরিচালনা কিংবা উৎসাহ জোগানোর ক্ষেত্রে আইনত শাস্তি, জরিমানা অথবা কারাদণ্ডের সংস্থানও এই আইনে রয়েছে।