NE UpdatesHappeningsBreaking News
বাল্যবিবাহ, দ্বিতীয় দফার অভিযানে ধৃত ১০৩৯
ওয়েটুবরাক, ৪ অক্টোবর : গত ফেব্রুয়ারি মাসে রাজ্যজুড়ে অভিযান চালিয়ে বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে ১৮০০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। দ্বিতীয় দফায় অভিযানে ১০৩৯ জনকে গ্রেফতার করা হল।
বাল্যবিবাহ বিরোধী অভিযানে নতুন করে ধরে আনার কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “বাল্য বিবাহ রুখতে ব্যাপক অভিযান। ভোরে শুরু হওয়া আসাম পুলিশের বিশেষ অভিযানে ৮০০র বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ” মুখ্যন্ত্রীর আরও দাবি, সংখ্যাটা বাড়তে পারে। কারণ পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর বিধানসভায় হিমন্ত জানান, “বাল্যবিবাহ বিরোধী অভিয়ানে পুলিশ এখন পর্যন্ত ৩৯০৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৩১৯ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে।” এর সঙ্গে আরও ১০৩৯ জন যুক্ত হল। তাদের মধ্যে বরাকের বাসিন্দা রয়েছেন ১৩৫ জন৷ হাইলাকান্দির ৫৫, কাছাড়ের ৩৩ এবং করিমগঞ্জের ৪৭ জন৷