Barak UpdatesHappeningsBreaking News

বাল্যবিবাহ : দুই বেয়াই এখন শিলচর সেন্ট্রাল জেলে

ওয়েটুবরাক, ১০ ডিসেম্বর : কথায় বলে, মিঞাঁ-বিবি রাজি, কী আর করবেন কাজি! কিন্তু কাটিগড়া থানার তিনটিকরিতে পাত্র পক্ষ এবং পাত্রী পক্ষ উভয়ই বিয়ের ব্যাপারে রাজি থাকলেও শেষপর্যন্ত শাদি কবুল হয়নি৷ বরং বাল্যবিবাহে উৎসাহিত করার অভিযোগে মেয়ের বাবা সজরুল ইসলাম এবং ছেলের বাবা হাকিম আলি দুজনই এখন জেলে৷ পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিচারক দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন৷

Rananuj

মামলার তদন্তকারী অফিসার এল সিংসং জানান, আমাদের পৌঁছাতে আর একটু দেরি হলে বিয়েটা হয়েই যেত৷ ১৪ বছরের কনে আর সদ্য ১৮ পেরনো বর৷

মাসিমপুরের বাড়ি থেকে বরযাত্রী সহ বর গিয়েছিলেন তিনটিকরির কনেবাড়িতে৷ বিয়ের যাবতীয় ব্যবস্থা পাকা৷ বরযাত্রীদের নিয়ে বর খোশমেজাজে৷ পাত্রীপক্ষের মানুষ আপ্যায়ণে ব্যস্ত৷ কনের ঘরেও চলছে মজাস্ফূর্তি৷ আর একটু পরেই যে পর্দার এ পার ও পারে বসবেন পাত্রপাত্রী৷ কাজির প্রশ্নের জবাবে উভয়পক্ষ কবুল বললেই আনুষ্ঠানিকতা শেষ ৷ স্বাক্ষর হবে কাবিলনামা৷ তখনই কাছাড় জেলার কাটিগড়া থানার তিনটিকরি গ্রামে হাজির পুলিশবাহিনী৷ পাত্রপাত্রীর বয়সের প্রমাণপত্র খুঁজতেই সকলের চক্ষু চড়কগাছ৷

সিংসং জানান, দুইজনকেই গ্রেফতার করে বুধবার আদালতে তোলা হয়৷ পরে আদালতের নির্দেশে দুই বেয়াইকে শিলচর সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে৷ পাত্রীকে তার মায়ের কাছে রাখতে বলা হয়েছে৷ পাত্রকেও সতর্ক করে দেওয়া হয়েছে, দুজনের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত শাদি কবুল করা যাবে না৷ বিয়েবাড়ির সবাই দুদিন ধরে ছুটছে আদালত আর জেলে৷ আত্মীয়তা গড়ে না উঠলেও জামিনের জন্য উভয় পক্ষকে ছুটতে গিয়ে বাড়ছে ঘনিষ্ঠতা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker