NE UpdatesHappeningsBreaking News
বাল্যবিবাহ : অসমে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২০৪৪
গুয়াহাটি, ৩ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে বৃহস্পতিবার রাত থেকে হঠাত করে আসামে বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় পুলিশ রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে বাল্যবিবাহের সঙ্গে জড়িত ২০৪৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছেন বেআইনি স্বামী, পরিবারের লোকজন, কাজি, মওলানা ও পুরোহিত রয়েছেন। শুক্রবার গুয়াহাটির উলুবাড়ি মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং।
পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিং জানান, পুলিশ এই অভিযানে যাদের গ্রেফতার করেছে, তার মধ্যে ৫২ জন কাজি, মওলানা ও পুরোহিত রয়েছেন। তিনি বলেন, দুমাস আগে মুখ্যমন্ত্রী আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। দুমাস ধরে এর তদন্ত চলে। ২০২১ ও ২০২২ সালের তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই তদন্তে ১২ ও ১৩ বছরের মেয়েও গর্ভবতী হওয়ার তথ্য পাওয়া যায়। পরে মুখ্যমন্ত্রীর কাছে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠানো হয়। এমনকি সিআইডির কাছ থেকেও আইনগত বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছিল।
তিনি বলেন, গত দুদিনে অভিযান চালিয়ে ৪০৭৪টি মামলা দায়ের করা হয়েছিল। এরপরই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত মোট ২০৪৪ জনকে গ্রেফতার করা হয়। তবে কিছু ব্যক্তি পালিয়ে আত্মগোপন করে থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। বেশি গ্রেফতার করা হয়েছে ধুবড়ি, বিশ্বনাথ, হোজাই, কোকরাঝাড়, বরপেটা, বাক্সা ইত্যাদি জেলায়। এর মধ্যে সর্বাধিক বিশ্বনাথ জেলায় ১৩৭ জন, ধেমাজি জেলায় ১২৬ জন, বাক্সায় ১২০ জন, বরপেটায় ১১৪ জন, হোজাইয়ে ৯৬ জন ও কোকরাঝাড় জেলায় ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।