NE UpdatesHappeningsBreaking News
বারবার চেক বাউন্স, জালিয়াত গ্রেফতার
ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বরঃ আইজলে এক কম্পিউটার স্টোরে গিয়ে আটটি ল্যাপটপ, দুটি জেরক্স মেশিন, একটি প্রজেক্টর কিনে ৮,৯০,৪৭০ টাকার একটি চেক দিয়েছিলেন। পরদিন ওই চেক ব্যাঙ্কে জমা করলে বাউন্সড হয়ে ফিরে আসে। ওই অ্যাকাউন্টে এত টাকা ছিল না। মিজোরাম পুলিশ মঙ্গলবার প্রতারক লালথাংতুরাকে গ্রেফতার করে। তার কাছ থেকে কম্পিউটার স্টোরের সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মিজোরামেই তার বাড়ি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এটি লালথাংতুরার জালিয়াতির প্রথম ঘটনা নয়। এর আগে নভেম্বরের ২৬ তারিখে সে চানমারির এক বিলাসবহুল হোটেলে থেকে, কনফারেন্স রুম ব্যবহার করে ১,৩৪,২৩১ টাকার চেক দেয়। সেটিও বাউন্সড হয়। তার নামে বংকং থানায় জালিয়াতির পাঁচটি মামলা রয়েছে। আইজল থানায় রয়েছে আরও তিনটি। ঋণ পাইয়ে দেওয়ার নাম করেও বহু মানুষের কাছ থেকে প্রচুর অর্থ আত্মসাত করেছে বলে মিজোরাম পুলিশ জানিয়েছে।