Barak UpdatesHappeningsBreaking News
বারইগ্রামে সাংবাদিক নিগ্রহ, বিধায়ক-ঘনিষ্ঠের বিরুদ্ধে মামলা
৩ জানুয়ারিঃ রাতের অন্ধকারে বারইগ্রাম তেমাথায় সাংবাদিক শম্ভুদাস চৌধুরীর উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। একটি অল্টো গাড়িতে তাঁকে তুলে নেওয়ারও চেষ্টা চালায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা করিমগঞ্জে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে সুবিচার চেয়েছে প্রেসক্লাব করিমগঞ্জ সহ বদরপুর , পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সাংবাদিক সংস্থা। শম্ভুবাবু দুষ্কৃতীদের নামপরিচয় জানিয়ে মামলা করেছেন।
ঘটনা ঘটে শুক্রবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ। সে সময় বারইগ্রাম বাজার থেকে ওষুধ ক্রয় করে ফুটপাত ধরে বাড়ি ফিরছিলেন প্রান্তজ্যোতি দৈনিকের বারইগ্রামের প্রতিনিধি শম্ভুদাস চৌধুরী। আচমকা একটি অল্টো তাঁর পাশে গিয়ে থামে। নেমে আসেন বিধায়ক আজিজ খানের ঘনিষ্ঠ বারইগ্রাম-পশ্চিমাঞ্চলীয় ইছামতির বাসিন্দা নুরুজ্জামান ওরফে মায়া। সঙ্গে মুখে মাক্স ও টুপি পরিহিত আরও দুই যুবক। ঝাপটে ধরে শম্ভুকে। অভিযোগ, সে সময় তারা বিধায়ক আজিজ খানের বিরুদ্ধে সংবাদ লেখা নিয়ে নানা কটুক্তিকর মন্তব্য ও অশালীন গালিগালাজ করেন। কিল-ঘুষি মারতে মারতে তাকে গাড়িতে ঢোকানোর চেষ্টা করেন। শম্ভুবাবু চিতকার শুরু করলে দুষ্কৃতীরা তাঁকে ছেড়ে পালিয়ে যায়। শনিবার বারইগ্রাম পুলিশে লিখিত এজাহার দায়ের করা হয়েছে ।
এই ঘটনায় ক্ষুব্ধ জেলার কর্মরত সাংবাদিকরা । তাঁরা দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত গ্রহণের দাবি জানিয়েছেন। প্রেসক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ, কার্যকরী সভাপতি শীর্ষেন্দু শী, সাধারণ সম্পাদক অরূপ রায় প্রমুখ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে করিমগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন । ঘটনার নিন্দায় সরব হয়েছে বদরপুর, পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সাংবাদিক সংস্থাও ।